এড. আব্দুল গাফফারের মৃত্যুতে মহানগর জামায়াতের শোক
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২৫, ৯:৪৬:২০ অপরাহ্ন
সিলেটের প্রবীণ বিএনপি নেতা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পিপি এডভোকেট আব্দুল গাফফারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক যৌথ শোক বার্তায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেন- বিএনপি নেতা মরহুম এডভোকেট আব্দুল গাফফার দীর্ঘদিন জজ কোর্টের পিপি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনালে তিনি তৎকালিন ১৮ দলীয় জোটের ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন কর্মসূচীতে সক্রিয় ছিলেন। সেই সময়ে জোটের নেতৃবৃন্দের পাশাপাশি জামায়াতের নেতৃবৃন্দের সাথে তার সুসম্পর্ক ছিলো। আমরা তাঁর মৃত্যুতে গভীর শোকাহত। আল্লাহ পাক তাঁর ভুল ত্রুটি ক্ষমা করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন। বিজ্ঞপ্তি