টিউলিপ ও তার আইনজীবী দেশকে ছোটো করছেন: দুদক চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৫, ৬:২১:৫০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও তার আইনজীবী নিজেদের দেশকে ছোট করছেন। তিনি বলেন, দুদক ব্রিটেনের রাজনীতিতে হস্তক্ষেপ করছে না, বরং টিউলিপ পক্ষ নিজেই প্রমাণ করছে তাদের দেশের রাজনীতি কতটা ভঙ্গুর। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।
তিনি বলেন, ‘‘ব্রিটেনের রাজনীতি কি এতই ভঙ্গুর যে একজনের নামে মামলা হলে তা ধসে পড়বে? এটা কি হতে পারে?’’
চিঠিপত্রের মাধ্যমে মামলা নিষ্পত্তির চেষ্টা করা উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, ‘‘অপরাধী যে দেশে অপরাধ করবে, তাকে সেই দেশেই তা মোকাবিলা করতে হবে। এখন মনে হচ্ছে, টিউলিপ চিঠিপত্রের মাধ্যমে মামলা নিষ্পত্তি করতে চাইছেন। এটা তো হওয়ার কথা নয়। কোর্টে মামলা হচ্ছে, টিউলিপ সিদ্দিকীকে কোর্টে হাজির হয়ে মামলা মোকাবিলা করতে হবে।’’
তিনি আরও বলেন, ‘‘টিউলিপ সিদ্দিকীর মামলা কোনো রাজনৈতিক মামলা নয়। কাউকে ছোট করার জন্যও নয়। তিনি আমাদের কাছে একজন বাংলাদেশি নাগরিক। তার জাতীয় পরিচয়পত্র, টিআইএন—সব আছে। তাই তার বিরুদ্ধে বাংলাদেশে মামলা হয়েছে। আমার বিশ্বাস, তিনি বাংলাদেশের আইন মেনে আদালতে আসবেন।’’
টিউলিপের আইনজীবীর উদ্দেশে তিনি বলেন, ‘‘তাদের শব্দচয়ন আরও সচেতন হওয়া উচিত। তারা নিজেদের দেশকেই ছোট করছেন।’’
দুদক চেয়ারম্যান জানান, টিউলিপের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে এবং তার অনুপস্থিতিতে বিচার চলবে। তিনি বলেন, ‘‘টিউলিপ গোড়া থেকেই সব জানতেন, এজন্য তাকে মন্ত্রীর পদ ছাড়তে হয়েছে।’’
এর আগে, গত ২৩ জুন যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক এক উকিল নোটিশে অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও দুদক ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপ করছেন এবং তার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।
উল্লেখ্য, গুলশানের একটি প্লট অবৈধভাবে হস্তান্তরের ব্যবস্থা করিয়ে দিয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ‘ঘুষ’ হিসেবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে ১৫ এপ্রিল মামলা করে দুদক। এরপর ১৪ মে ও ২২ জুন তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। তবে টিউলিপ দাবি করেছেন, তিনি সেই চিঠি পাননি।