৬ দফা দাবিতে সিলেটে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৫, ৭:৪০:১৫ অপরাহ্ন
স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন করে স্নাতক/সমমান সংযুক্ত করে নির্বাহী আদেশে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পযমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সিলেট সদর উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ হেল্থ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় সিলেটেও সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচী পালন করা হয়।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সিলেট সদর উপজেলা শাখার সভাপতি স্বাস্থ্য সহকারী রাখাল সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বাস্থ্য সহকারী কিংশুক দাশ এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সিলেট সদর উপজেলা শাখার সহ সভাপতি স্বাস্থ্য সহকারী মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক স্বাস্থ্য সহকারী রাশিদা খানম চৌধুরী, সদস্য বকুল কান্ত দাশ, সুজেতা ভট্টাচার্য্য, বেবী রায়, শিপন মিয়া, অমিয় প্রসন্ন দাশ, কলি রানী দাশ, শাহেদা খানম, ফারিহা বেগম, নেপলি রায়, মঞ্জুললি পলি, শাসুন নাহার বেগম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মানব শিশু জন্মের পর থেকে ১০টি মারাত্মক রোগ থেকে সুরক্ষায় জন্য প্রতিষেধক হিসেবে তৃণমূল পর্যায়ে আমরা স্বাস্থ্য সহকারীরাই টিকা প্রদান করে থাকি। আমাদের এ টিকা প্রদানের কাজটি সম্পূর্ণ টেকনিক্যাল হলেও আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। তাছাড়া আমরা দীর্ঘদিন থেকে টেকনিক্যাল পদমর্যাদার দাবি করে এলেও সংশ্লিষ্ট বিভাগ বাস্তবায়ন না করায় স্বাস্থ্য সহকারীরা সরকারের অন্যান্য সকল দপ্তরের কর্মচারীদের থেকে পদমর্যাদাসহ চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। তাই আমাদের নিয়োগবিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযোগ ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষে এ কর্মবিরতি পালন করছি।
বক্তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাছে বৈষম্যের শিকার দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারীদের আবেদন বিবেচনায় নিয়ে তাদের প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য জোর দাবি জানান। বিজ্ঞপ্তি