তৃণমূলে বিএনপিকে সুসংগঠিত করাই সময়ের দাবি : কাইয়ুম চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৫, ৭:৪২:৪১ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপি আজ যে অবস্থানে এসেছে, তার পেছনে মুরুব্বিয়ানদের দীর্ঘদিনের ত্যাগ ও অবদান রয়েছে। সেই অভিজ্ঞতাসম্পন্ন প্রজন্মের হাত ধরেই নতুন প্রজন্মকে রাজনৈতিকভাবে সমৃদ্ধ করতে হবে। দলের আদর্শ, উদ্দেশ্য ও নীতিমালার প্রতি আনুগত্য বজায় রেখে তৃণমূলে বিএনপিকে আরও সুসংগঠিত করাই এখন সময়ের দাবি।
তিনি বলেন, যারা দলের সূচনালগ্ন থেকে ভালবাসা দিয়ে বিএনপিকে একটি বিশাল মহীরূহে পরিণত করেছেন, তাদের দায়িত্ব এখন এই নতুন প্রজন্মকে দলীয় চেতনায় উদ্বুদ্ধ করে সংগঠিত করা। ঘিলাছড়া ইউনিয়নসহ ফেঞ্চুগঞ্জে বিএনপির ভিত্তি আরও মজবুত করতে হলে অভিজ্ঞ ও নবীনদের সম্মিলিত প্রয়াস প্রয়োজন।
মঙ্গলবার দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নে স্থানীয় মুরুব্বিয়ান, যুবক, তরুণ ও ছাত্র সমাজের সঙ্গে আয়োজিত এক উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৈঠকে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে কাইয়ুম চৌধুরী বলেন, কোনো ব্যক্তি বিশেষের কারণে যদি দলে হানাহানি বা বিশৃঙ্খলার সৃষ্টি হয়, তাহলে তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন যে যত বড় ত্যাগী নেতাই হোন, অতীতে ত্যাগ করলেও এখন যদি দলে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে দলের একটুও দ্বিধা থাকবে না।
বৈঠকে ঘিলাছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক তাজিবুর রহমানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি