রথযাত্রা উপলক্ষে এসএমপির সমন্বয় সভা
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৫, ৮:২৫:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আগামী ২৭ জুন সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উপলক্ষে সমন্বয় সভা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত সোমবার (২৩ জুন) এসএমপির সদর দপ্তরে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সার্বিক আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সমন্বয় সভায় আলোচনা করা হয়।
এসএমপি কমিশনার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, অধিনায়ক ৩৪ বীর, সিলেট জেলা স্টেডিয়াম আর্মি ক্যাম্প, এনএসআই সিলেট, র্যাব-৯ সিলেট, সিভিল সার্জন সিলেট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট, সিলেট সিটি কর্পোরেশন, আনসার ও ভিডিপি সিলেটের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের প্রতিনিধ, ইসকন সিলেট, রথযাত্রা কমিটি ও বিভিন্ন মন্দির কমিটির সদস্যরা সমন্বয় সভায় অংশগ্রহণ করেন।
সমন্বয় সভায় বলা হয়, নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত। ট্রাফিক পুলিশ একটি নির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করবে। ইভটিজিং, পকেটমার, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনো সন্দেহজনক বা অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ জানানো হয়।