বিভাগীয় সম্মেলন সফলে যুব জমিয়তের প্রচার মিছিল
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৫, ৮:১৫:৪৬ অপরাহ্ন
২৬ জুন বৃহষ্পতিবার কেন্দ্র ঘোষিত সিলেট বিভাগীয় যুব সম্মেলন সফলের লক্ষ্যে মঙ্গলবার বিকেলে সিলেট নগরীতে প্রচার মিছিল করেছে যুব জমিয়ত বাংলাদেশ সিলেট বিভাগীয় যুব সম্মেলন বাস্তবায়ন কমিটি। প্রচার মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কোর্ট পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়।
সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা কবির আহমদ এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মাওলানা এম বেলাল আহমদ চৌধুরীর পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বর্তমানে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম। সমাবেশে আরো বক্তব্য রাখেন যুগ্ম সদস্য সচিব মাওলানা মাসুম আল মাহদী, হাফিজ মনসুর আহমদ।
প্রচার মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা আসাদ উদ্দিন, জেলা দক্ষিণ যুব জমিয়তের সভাপতি ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সদস্য সচিব হাফিজ আব্দুল করিম দিলদার, অর্থ সচিব আবু সুফিয়ান, সহ অর্থ সচিব নুরুল হাসান, প্রচার সচিব সিরাজুল ইসলাম, সহ প্রচার সচিব শাহিদ হাতিমী, সদস্য আব্বাস আল মাহমুদ, রেজওয়ান আহমদ চৌধুরী, আফতাব উদ্দিন খান, আলী আবদিন, আবুল হাসনাত, শাহীন আজ্জাম, সিলেট মহানগরীর সহ সম্পাদক সায়েম আহমদ, এম বশীর আলী, প্রচার সম্পাদক নোমান বিন আফসার, সহকারী প্রচার সম্পাদক সৈয়দ ইয়াকুব আহমদ, তথ্য প্রযুক্তি সম্পাদক মাওলানা ইমাম উদ্দিন, ছাত্র জমিয়তের উত্তর জেলা সভাপতি হাফিজ জাকির হোসেন, কেএম তাহমিদ হাসান প্রমূখসহ সিলেট বিভাগের জেলা ও মহানগরীর বিভিন্ন ইউনিটের সদস্য ও দায়িত্বশীলবৃন্দ। বিজ্ঞপ্তি