সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৫, ৮:১৭:১২ অপরাহ্ন
সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরাম সিলেটের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর মিরবক্সটুলাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স হলে এ মিলনমেলার আয়োজন করা হয়।
সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরাম সিলেটের সভাপতি মো. কামাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরাম সিলেটের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুশ শুকুর, উপদেষ্টা মোস্তফা কামাল চৌধুরী, ডিজিএম শেখ মো. সুজাদুল হক, ডিজিএম সমীরন কুমার বিশ^াস, উপদেষ্টা অনন্ত কুমার সিংহ, উপদেষ্টা আব্দুর রউফ তালুকদার, এজিএম মো. আবুল ফজল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্মচারী সংগঠনের নেতা প্রবির কুমার রায়, অফিসার ওয়েলফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারী শাহরিয়ার আহমদ সজিব। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা নোমান ফয়েজী। বিজ্ঞপ্তি