গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৫, ৮:১৯:৪০ অপরাহ্ন
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ যোহর নগরীর পশ্চিম জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, সমাজসেবী মির্জা আসাদ বেগ এর স্ত্রী, ছেলে ও মেয়ে এবং বিপিজেএ সিলেটের সাবেক সভাপতি মামুন হাসান এর সুস্থতা কামনা ও জিডিএফ’র সাবেক চেয়ারম্যান কবির আহমদের মাগফেরাত কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মহাফিলে উপস্থিত ছিলেন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খান, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক ফটো সাংবাদিক আব্দুল খালিক, বাদ্যযন্ত্র শিল্পী জুয়েল আহমদ, জিডিএফ সদস্য ফাতেমা বেগম, শিলন বেগম, অফিস সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, অভিভাবক রুফিয়া বেগম, সীমা বেগম, জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক মো. শাহজাহান, আফজল শিকদার, সরুফা বেগম, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, অফিস সহায়ক নুরজাহান বেগম, শিক্ষার্থী নাদিয়া বেগম, তাহমিনা আক্তার মৌমি, খাদিজা বেগম, আফসানা বেগম, জুইরানী দাস, রাদিয়া জান্নাত তালুকদার, রেশমা আক্তার রিয়া, ইশা বেগম, সমিরঞ্জন বিশ্বাস, সুয়েব আহমদ, ফাইজান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি