এনবিআরের সংকট সমাধানে কাল অর্থ উপদেষ্টার বৈঠক
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৫, ১২:০১:৫১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান সংকট নিরসনে আগামী ২৬ জুন সভা ডেকেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহেমেদ। যেখানে ঐক্য পরিষদের ৬ জন প্রতিনিধির অন্তর্ভুক্তি চেয়েছে রাজস্ব সংস্কার কমিটি।
এদিকে, রাজস্ব খাত সংস্কার নিয়ে আলোচনায় গঠিত কমিটি বাতিলের দাবি জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। মঙ্গলবার কলমবিরতি শেষে সংবাদ সম্মেলনে তারা হুঁশিয়ারি দিয়ে জানায়, এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা না হলে ২৮ জুন কমপ্লিট শাটডাউন পালন করা হবে।
জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরকে বিলুপ্ত করে অধ্যাদেশ জারির পর থেকেই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে নানা কর্মসূচী পালন করে আসছেন কর্মীরা। সবশেষ রাজস্ব বোর্ড সংস্কারে গঠন করা কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে আবারো কলম বিরতি পালন করেছেন তারা।
দ্বিতীয় দিনে ৫ ঘণ্টার কলম বিরতি ও অবস্থান কর্মসূচী শেষে সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানায়, এনবিআর নিয়ে জারি করা অধ্যাদেশের প্রয়োজনীয় সংশোধনে গঠিত কমিটিকে বাতিল চান তারা। পাশাপাশি এনবিআর চেয়ারম্যানকে ২৭ তারিখের মধ্যে অপসারণের আল্টিমেটাম দেয় ঐক্য পরিষদ।
এ বিষয়ে জানতে চাইলে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার বলেন, ঐক্য পরিষদ আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোন চিঠি পায়নি। তবে বৈঠক যোগ দেয়ার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।