৬ মাসের মধ্যে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৫, ৮:৩৯:২৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম পরিচালনার জন্য ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। এই কমিটি মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব পালন করবে এবং আগামী ৬ মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবে।
মঙ্গলবার জামুকার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহিনা খাতুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২২ (সংশোধিত অধ্যাদেশ ২০২৫) এর ধারা ৬-এর দফা (ণ) এবং ধারা ১৪-এর উপধারা (৪) ও (৫)-এর বিধান অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৯৮তম সভার অনুমোদনক্রমে জামুকা হতে নিবন্ধিত সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম পরিচালনার জন্য অ্যাডহক কমিটি গঠন করা হলো।
১১ সদস্যবিশিষ্টি অ্যাডহক কমিটির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন মো. নঈম জাহাঙ্গীর। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেজর (অব.) সৈয়দ মুনিবুর রহমান, সাদেক আহমেদ খান, সৈয়দ আবুল বাশার, সিরাজুল হক, মো. মনসুর আলী সরকার, অনিল বরণ রায়, নুরুল ইসলাম, আব্দুল্লাহ হিল সাফী, জাহাঙ্গীর কবির ও প্রকৌশলী জাকারিয়া আহমেদ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অ্যাডহক কমিটি সংশ্লিষ্ট আইন বা বিধিমালা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব পালন করবে। এই কমিটি আগামী ৬ মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবে।