সিলেটসহ ৭ বিভাগীয় শহরে হচ্ছে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৫, ৯:০১:৪৬ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : সিলেটসহ ৭ বিভাগীয় শহরে ২০০ শয্যা বিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণসহ আট হাজার ৯৭৪ কোটি ২৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১৭টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ১৮০ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৫৬৩ কোটি ৪৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৩০ কোটি ৫১ লাখ টাকা।
মঙ্গলবার (২৪ জুন) একনেক বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন করা হয়। প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের সাতটি বিভাগে ২০০ শয্যাবিশিষ্ট এসব নিরাময় কেন্দ্র স্থাপন করা হবে। এতে ব্যয় হবে ১ হাজার ৪১৩ কোটি টাকা। এ প্রকল্পের সময়সীমা ধরা হয়েছে জুলাই ২০২৫ থেকে জুন ২০২৮ পর্যন্ত। প্রকল্পটি জিওবি অর্থায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং গণপূর্ত অধিদপ্তর বাস্তবায়ন করবে। সিলেটের দক্ষিণ সুরমা, খুলনার বটিয়াঘাটা, রাজশাহী সিটি করপোরেশন এলাকা, বরিশাল জেলার সদর, রংপুরের জেলা সদর, ময়মনসিংহের জেলা সদর এবং চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এসব নিরাময় কেন্দ্র নির্মাণ করা হবে।
দেশে মাদকাসক্ত রোগীদের চিকিৎসার জন্য সরকারিভাবে চারটি এবং বেসরকারিভাবে ৩৮১টি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র আছে, যা দেশে মোট মাদকাসক্ত রোগীর চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল। সরকারি পুনর্বাসন কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করে বিকেন্দ্রীকরণের মাধ্যমে মাদকাসক্তদের নিকটতম বা সুবিধাজনক স্থান থেকে উন্নতমানের চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে দেশের মাদকাসক্তদের চিকিৎসাসেবা প্রদান করা, মাদকাসক্ত রোগীদের বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম জনবলে পরিণত করা এবং ধর্মীয় মোটিভেশনের মাধ্যমে মনস্তাত্ত্বিক পরিবর্তন করে সুস্থ ধারায় ফিরিয়ে আনাই মূল লক্ষ্য। প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে নির্ধারিত এলাকায় ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন, আবাসিক ভবন স্থাপন, যানবাহন ও মেডিকেল সামগ্রী ক্রয়, অগ্নিনিরোধক ও গ্রিড ফ্রি বিদ্যুতায়ন করবে বাস্তবায়নকারী সংস্থা।