রেঞ্জ শ্রেষ্ঠ ওসি আদনান এসআই আসিব
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৫, ৬:৪০:৪০ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন উজায়ের আল মাহমুদ আদনান আর শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন মোঃ আসিব ইকবাল। তারা দু’জনেই কোম্পানীগঞ্জ থানায় কর্মরত। ২৩ জুলাই রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মে মাসের অপরাধ পর্যালোচনা সভায় তাদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়। এসময় তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমান।
মে মাসের কর্ম মূল্যায়ন অনুসারে মামলা নিষ্পত্তি, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধারসহ থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখার জন্য রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরষ্কৃত করা হয় কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনানকে এবং মামলা নিষ্পত্তি ও ওয়ারেন্ট তামিলসহ মাদক উদ্ধার এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে অবদান রাখায় শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত করা হয় কোম্পানীগঞ্জ থানার এসআই মোঃ আসিব ইকবালকে।