সৈয়দ হাতিম আলী স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৫, ৬:৪২:০৬ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও দারিদ্র্যবিমোচনে বৃক্ষরোপণ সহায়ক। বৃক্ষ মানুষের পরম ও প্রকৃত বন্ধু। দেশের ভবিষ্যৎ প্রজন্ম শিশু-কিশোরদের যদি বৃক্ষপ্রেমী হিসেবে গড়ে তোলা যায় তাহলে সেদিন বেশি দূরে নয়, যেদিন দেশ ভরে উঠবে সবুজে সবুজে।
তিনি বুধবার দুপুরে নগরীর ২০ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজে ‘বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এডহক কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ মকসুদ আলীর সভাপতিত্বে সভায় প্রতিষ্ঠানের শিক্ষক ও এডহক কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।
পরে প্রধান অতিথি সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজ আঙিনায় বৃক্ষরোপণ করে কর্মসূচি’র উদ্বোধন করেন।