হাটবাজার ইজারাদারদের বিএনপিতে ঠাঁই নেই: মিফতাহ্ সিদ্দিকী
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৫, ৬:৫৫:০০ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা নিপীড়িত হয়েছেন, দলের প্রকৃত সৈনিক তারাই। হাটবাজার কিংবা সিএনজি স্ট্যান্ডের দখল নিতে যারা রাজনীতিতে আসে, তাদের বিএনপিতে কোনো জায়গা নেই।
মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিফতাহ্ সিদ্দিকী আরও বলেন, যদি ভেবে নেই বিএনপি এখন ক্ষমতায় চলে এসেছে, তাহলে তা হবে ৯১ সালের আওয়ামী লীগের মতো আরেকটি মারাত্মক ভুল। এখনো রাতের অমানিশা কেটে যায়নি। আমাদের আন্দোলনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে হলে দলীয় ঐক্যের বিকল্প নেই। তিনি বলেন, আমরা এখন সাগরের কিনারায় দাঁড়িয়ে আছি, সামনে সাঁতরে ডাঙায় উঠতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন- সেই পর্যন্ত আমাদের ঐক্য অটুট রাখতে হবে। তীরে এসে তরী ডুবিয়ে দিলে তা হবে সবচেয়ে দুঃখজনক পরিণতি।
সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক কদরুল হক মারুফের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুফিয়ান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. এএনএম আবেদ রাজা, উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান, সদস্য শওকতুল ইসলাম শকু, সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান, যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল, সদস্য জয়নাল আবেদীন বাচ্চু, শামীম আহমদ চৌধুরী, বদরুজ্জামান সজল, এম এ মজিদ, আলমগীর হোসেন ভূঁইয়া ও রুমেল খান।
এছাড়াও বক্তব্য রাখেন যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকন, সদস্য সচিব গিয়াস উদ্দিন মোল্লা, ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপু প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে কাউন্সিলররা নতুন নেতৃত্ব নির্বাচন করেন। বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটে সভাপতি পদে আব্দুর রব কাজল, সাধারণ সম্পাদক পদে আব্দুল মুকিত বুলবুল ও সাংগঠনিক সম্পাদক পদে শাহিন মিয়া নির্বাচিত হন।