তৈয়ব আলী ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৫, ৭:৫১:৩৬ অপরাহ্ন
জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যত। এরাই এক সময় পৃথিবীকে নেতৃত্ব দেবে। তাই আগামী বিশ্বের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের নিজেদের গড়ে তুলতে হবে। তিনি বলেন বর্তমান বিশ্ব জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোচ্চ শিখরে আরোহনের দিকে দৌড়াচ্ছে। এইসময় গতানুগতিক শিক্ষা অর্জনে সীমাবদ্ধ থাকার সুযোগ নেই। গ্লোবালী যে প্রতিযোগিতা চলছে এর সাথে প্রতিদ্ব›িদ্ধতা করে আমাদের টিকে থাকতে হবে। তিনি শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা অর্জনে মনোযাগী হতে দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি বুধবার জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজে এইচএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অধ্যক্ষ মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে কলেজের হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা ও মিলাদ মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সেক্রেটারী আব্দুল হাফিজ, জৈন্তাপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম কিবরিয়া ও নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তিয়াজ আহমদ। বিজ্ঞপ্তি