লিডিং ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৫, ৭:৫৩:০৮ অপরাহ্ন
লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের আয়োজনে উচ্চ শিক্ষায় চ্যালেঞ্জ এবং সম্ভাবনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-১ এ বেলা সাড়ে ১২টায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
সেমিনারে মূখ্য আলোচক হিসেবে বিদেশে উচ্চ শিক্ষায় চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করেন লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রভাষক এনাম আহমেদ।
লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান শাম্মী আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সেমিনারে বক্তব্য রাখেন কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম। ইংরেজি বিভাগের ৬৪তম ব্যাচের শিক্ষার্থী আতিয়া আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর ডা. মো. আব্দুল মজিদ মিয়া এবং ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি