মির্জা ফখরুলসহ পাঁচ নেতার সিলেট আগমন উপলক্ষে সভা
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৫, ৭:৫৪:০০ অপরাহ্ন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫ নেতার আগমন উপলক্ষে সিলেট বিভাগীয় নেতাকর্মীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক উদ্যোগে তাঁর নিজ বাসভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ এর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র জি কে গৌছ, সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন, সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাদিয়া চৌধুরী মুন্নি, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মামুনুর রশিদ চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী সাহাব উদ্দিন, কেন্দ্রীয় কৃষকদলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনিছুল হক, মহানগর বিএনপির সহ সভাপতি ব্যারিস্টার রিয়াসদ আদনান, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মোমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রহমান, সাবেক ছাত্রনেতা মাছুম আলম।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা উলামা দলের আহবায়ক কাজী মাওলানা নুরুল হক, সদস্য সচিব মাওলানা কামাল উদ্দিন, জেলা বিএনপির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ প্রমুখ।
আগামী ৭ জুলাই সকাল ১১টায় দক্ষিণ সুরমার ময়ূরকুঞ্জ কনভেশন হলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালেক এর উদ্যোগে আলোচনা সভা ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিএনপিসহ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি