জৈন্তায় ট্রাকে পিষ্ট মোটরসাইকেল আরোহী
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৫, ৮:২৫:১৯ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেট তামাবিল মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনোয়ার হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বিকাল ৩ টার দিকে জৈন্তাপুর উপজেলার হেমু করিচর ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন বরিশাল জেলার মুলাদী থানার চরখালিয়া এলাকার তোফাজ্জল হক এর ছেলে। তিনি একটি কোম্পানির এরিয়া ম্যানেজার হিসেবে সিলেটের জৈন্তাপুরে কর্মরত ছিলেন।
জানা যায়, মঙ্গলবার বিকালে মোটরসাইকেল যোগে দরবস্ত বাজার থেকে বটেশ্বর বাজার যাচ্ছিলেন আনোয়ার হোসেন। জৈন্তাপুর উপজেলার হেমু করিচর ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে আনোয়ার হোসেন ছিটকে পড়ে যান। ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়েই তার মৃত্যু হয়।
সিলেট তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, এ ঘটনায় আনোয়ার হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে।