জৈন্তায় মাদকদ্রব্যের অপব্যবহার ও প্রতিকার নিয়ে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৫, ৮:২৮:৪৩ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক মতবিনিময় সভা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১১ টায় উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজ অডিটোরিয়ামে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
৪৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন পিবিজিএম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট সেক্টরের উপ-মহাপরিচালক, সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বিজিবিএম।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক ও গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।
সভায় বিগত ১ বছরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক আটককৃত মাদকদ্রব্যের পরিসংখ্যান তুলে ধরা হয়। এর মধ্যে ৮০৮৫ বোতল বিদেশি মদ, ১৩৫০ বোতল বিয়ার, ১৭৯৫ বোতল ফেনসিডিল, ৬৩৫ পিস ইয়াবা, ৬২ কেজি গাঁজা ও ৩৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ উসমান গনী, গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) কবির আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের উপ-পরিদর্শক উত্তম পাল। মতবিনিময় সভা শেষে বিজিবির পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।