প্রশ্নপত্র ফাঁসের পুনরাবৃত্তি যেন না ঘটে : শিক্ষা উপদেষ্টা
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৫, ৯:০০:৪২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের পুনরাবৃত্তি যেন না ঘটে, এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, অতীতে অনেক প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে, এবার অন্তত আমরা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা দেখতে চাই না, এজন্য সংশ্লিষ্ট প্রশাসনকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। গতকাল বুধবার (২৫ জুন) সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা একথা বলেন।
অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, এমনিতেই আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক সমস্যা আছে। শিক্ষার ক্রান্তিকাল চলছে, অস্থিরতা আছে। আর যাই হোক, এর মধ্যে আমরা পরীক্ষাটা অন্তত সুষ্ঠুভাবে নিতে চাই। তিনি বলেন, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায়, পরীক্ষা কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রশ্নপত্রগুলো দ্রুত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো ছাড়াও যথাযথভাবে কঠোর নজরদারি এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কোনোভাবেই যেন প্রশ্নপত্র ফাঁস না হয়, এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে কঠোর নির্দেশনা দেয় হয়েছে।
শিক্ষা উপদেষ্টা বলেন, কারো বিরুদ্ধে প্রশ্ন ফাঁসে জড়িত থাকার কোনো অভিযোগ পেলে বা কোনো কেন্দ্রে নকল সরবরাহের কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সেখানে ব্যবস্থা নেয়া হবে। এ সময় নকল প্রতিরোধে শিক্ষকদের পাশাপাশি প্রশাসনের কঠোর নজরদারি থাকবে।