৫০ হাজার টন গম সংগ্রহ করবে সরকার
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৫, ৯:২১:২৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ৫০ হাজার টন গম সংগ্রহ করবে সরকার। গতকাল বুধবার (২৫ জুন) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির (এসিসিজিপি) ২৪তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
অর্থ মন্ত্রণালয় জানায়, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে সরকার আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের মেসার্স সিরিয়াল ক্রপস ট্রেডিং এলএলসি থেকে ১৬৮ কোটি ৮২ লাখ টাকায় ৫০ হাজার টন গম সংগ্রহ করবে। যার প্রতি টন গমের দাম পড়বে ২৭৫ মার্কিন ডলার।