মেজরটিলায় ২ মাসের শিশুকে গলা কেটে হত্যা : পিতার অবস্থা গুরুতর
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৫, ৯:৫৭:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে ২ মাসের শিশু কন্যাকে গলা কেটে হত্যা করা হয়েছে। শিশুর লাশের পাশেই অর্ধেক গলাকাটা অবস্থায় শিশুর মুমূর্ষ পিতাকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে নগরীর মেজরটিলা বাজার সংলগ্ন ইসলামপুর এলাকার আনসার মিয়ার বাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুই মাসের শিশু কন্যা নিহত ইনায়া রহমান ইসলামপুর এলাকার সিএনজি অটোরিকশা চালক আতিকুর রহমানের মেয়ে।
স্থানীয়রা জানান, আতিকুর রহমান স্ত্রী সন্তান নিয়ে সেখানে বসবাস করতেন। প্রতিদিনের মতো বুধবার (২৫ জুন) দুপুরে খাবার খাওয়ার পর স্ত্রীসহ পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে হঠাৎ করে আসরের দিকে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে দেখতে পান ২ মাসের শিশু কন্যা ইনায়া রহমানের গলাকাটা এবং পাশেই তার বাবা সিএনজি অটোরিকশা চালক আতিকুর রহমানের গলা অর্ধেক কাটা অবস্থায় পড়ে রয়েছে।
তাৎক্ষণিক তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন এবং তার পিতা আতিকুর রহমানকে দ্রুত ভর্তির পর অস্ত্রোপচার করেন।
এদিকে আহতের স্ত্রী ঝুমা বেগম অভিযোগ করে বলেন, দুপুরের খাওয়া দাওয়া শেষে ঘুম থেকে উঠতে দেখেন, তার স্বামী শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর তার গলা কাটতেছে। তিনি আর্তচিৎকার দিলে আশপাশের মানুষজন এসে হতাহতদের উদ্ধার করে।
তবে এখনো ঘটনার প্রকৃত কোন ক্লু উদঘাটিত হয়নি বলে দৈনিক জালালাবাদকে জানিয়েছেন এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। পুলিশের বিভিন্ন এক্সপার্ট টীম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত সূত্র এখনো পাওয়া যায়নি। পুলিশ বিভিন্ন দিক মাথায় রেখে তদন্ত করছে। শিশু কন্যার বাবা আতিকুর রহমান ও তার স্ত্রীর বক্তব্যের মধ্যে ভিন্নতা দেখা গেছে। পুলিশ উভয়ের বক্তব্য পরীক্ষা-নিরীক্ষা করছে। সঠিক তথ্য পেলে বিস্তারিত জানানো হবে।