এইচএসসি শুরু আজ : সিলেটে পরীক্ষার্থী ৬৯,৬৮৩
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৫, ১২:১৩:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আজ ২৬ জুন থেকে শুরু হচ্ছে এইচএসসি সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ড থেকে অংশ নিচ্ছে ৬৯ হাজার ৬৮৩ জন পরীক্ষার্থী। যা গত বছরের তুলনায় ১৩ হাজার ৪৮২ জন কম। ২০২৪ সালে সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষার্থী ছিলো ৮৩ হাজার ১৬৫ জন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ২৭ হাজার ৮৬৮ এবং ছাত্রী ৪১ হাজার ৮১৫। এবছর বিভাগভিত্তিক পরীক্ষার্থীর হিসাবে বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৯৬৮, মানবিকে ৪৭ হাজার ৫৪২ ও ব্যবসায় শিক্ষায় ৯ হাজার ১৭১ জন পরীক্ষায় অংশ নেবে। এরআগে ২০২৩ সালেও পরীক্ষার্থী সংখ্যা ছিল প্রায় ৮৩ হাজার ১২৩ জন।
পরীক্ষার্থীর সংখ্যা কমলেও এবার বেড়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা। এবার ৩২২টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
এদিকে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল/বিএম/বিএমটি) ও আলিম পরীক্ষা চলাকালীন সময়ে নগরীর পরীক্ষাকেন্দ্রগুলোর আশপাশে জনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে এসএমপি।
মঙ্গলবার রাতে জারিকৃত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে যেকোনো ধরনের জনসমাবেশ, মিছিল, গান-বাজনা, ঢাকঢোল বা লাউড স্পিকার ব্যবহার, অস্ত্র বা বিপজ্জনক বস্তু বহন, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন বা নিক্ষেপ এবং জনশৃঙ্খলা ও নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এসএমপি জানিয়েছে, মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ২৯, ৩০, ৩১ ও ৩২ ধারা অনুযায়ী এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। পরীক্ষাকেন্দ্রগুলোকে পরীক্ষা চলাকালীন ‘অস্থায়ী সংরক্ষিত এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
এই নিষেধাজ্ঞা ২৬ জুন ২০২৫ থেকে ১০ আগস্ট ২০২৫ পর্যন্ত প্রতিদিন পরীক্ষা চলাকালীন সময়ে কার্যকর থাকবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম-সেবা (অতিরিক্ত আইজি) স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে নগরবাসীকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এসব বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।