হোটেলে অসামাজিক কাজ ৮ নারী-পুরুষ আটক
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৫, ১০:১৬:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ধারাবাহিক পুলিশী অভিযানেও সিলেট নগরীর আবাসিক হোটেলগুলোতে বন্ধ হচ্ছেনা অসামাজিক কর্মকান্ড। এবার নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজারের একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কর্মকান্ডে জড়িত থাকায় ২ নারী ও ৬ জন পুরুষকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাত পৌণে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বন্দরবাজারের সিটি হার্ট আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. ওয়াজিদুর রহমান (৪৭), রাহুল কুড়ি (২২), মো. রিফাত ইসলাম (২৩), পলাশ (২২), সজিব আহম্মদ রাহি (১৯), হাসান আহম্মদ (২৪), মো. নুরুল ইসলাম (২৮). মো. আব্দুস শুক্কুর (৩০). আনিকা আক্তার রূপা (২২) ও আফসানা বেগম (২৩)।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কোতোয়ালী থানায় মামলা দায়ের করে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।