৬ মাসে সিলেট সীমান্তে ২০০ কোটি টাকার চোরাইপণ্য জব্দ বিজিবির
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৫, ১০:১৭:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে কঠোর অবস্থান রয়েছে বিজিবি। সীমান্তে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম। ফলে বিজিবির হাতে ধরা পড়ছে ভারত থেকে আসা চোরাই পণ্য।
এমন পরিস্থিতিতে গত ৬ মাসে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ২০০ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার (২৫ জুন) সিলেটের জৈন্তাপুর সীমান্তে স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিজিবি সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। মাদক ও অন্যান্য চোরাচালান রোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। পাশাপাশি পর্যটন এলাকায় পাথর লুটসহ অন্যান্য অপরাধ দমনে তৎপরতা চালিয়ে যাচ্ছে বিজিবি।
এর আগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে জৈন্তাপুর সীমান্তে এক মতবিনিময় সভার আয়োজন করে বিজিবি। সভায় বিজিবির পাশাপাশি পুলিশ, উপজেলা প্রশাসন ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ যথেষ্ট নয়, স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। সভা শেষে সীমান্তবর্তী সাধারণ মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। এতে প্রায় ১ হাজার মানুষকে বিনামূল্যে মেডিকেল সেবা ও ঔষধ দেওয়া হয়।