জামায়াতের হাত ধরেই সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখে মানুষ : গোয়াইনঘাটে গণসংযোগকালে জয়নাল আবেদীন
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৫, ৬:১৩:১৫ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট- ৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মো: জয়নাল আবেদীন বলেছেন, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে মানুষের মাঝে ইতিবাচক পরিবর্তন এসেছে। মানুষ এখন সর্বক্ষেত্রে পরিবর্তন চায়। এরই ধারাবাহিকতায় মানুষ এখন নেতৃত্ব নির্বাচনেও পরিবর্তন প্রত্যাশা করে। তিনি বলেন- বিপ্লব পূর্ববর্তী সময়ে নির্বাচন ও নেতৃত্ব বাছাইয়ের যে ধারা ছিলো নতুন বাংলাদেশে এখন তা অচল। মানুষ এখন স্বাধীনভাবে সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব নির্বাচনে আগ্রহী। বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে কাজ করে যাচ্ছে। বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে জামায়াতের হাত ধরেই সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখে মানুষ।
তিনি বুধবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট, বারহাল ও পাঁচসেউতি বাজার এলাকায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে গণসংযোগকালে উপরোক্ত কথাগুলো বলেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা জামায়াতনেতা ও সিলেট-৪ আসন পরিচালক সাইদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা পেশাজীবি বিভাগের সেক্রেটারী মাস্টার নুরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসেন, নায়েবে আমীর মাওলানা ফয়েজ আহমদ, মাস্টার মঞ্জুর আহমদ ও তবরাক আলী প্রমূখ। বিজ্ঞপ্তি