শিক্ষার্থীদের সাথে লিডিং ইউনিভার্সিটির উপাচার্যের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৫, ৭:৩৫:১৮ অপরাহ্ন
লিডিং ইউনিভার্সিটির উপাচার্য এবং প্রক্টরিয়াল বডির সাথে বিশ্ববিদ্যালয়ে সামার ২০২৫ সেমিস্টারে ভর্তি হওয়া বিভিন্ন বিভাগের ক্লাস প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারী- ১ এ আলোচনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, লিডিং ইউনিভার্সিটিকে পুরোপুরিভাবে ছাত্র রাজনীতি ও র্যাগিংমুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতার প্রয়োজন। সে লক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং নবীন ক্লাস প্রতিনিধিদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
লিডিং ইউনিভার্সিটির প্রক্টর মো. মাহবুবুর রহমান র্যাগিং এর বিষয়ে ‘জিরো টলারেন্স’ উল্লেখ করে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় র্যাগিং প্রতিহত করতে প্রক্টরিয়াল বডি বদ্ধপরিকর। এ ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতির শিকার হলে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার আহবান জানান।
বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর কাজী মো. জাহিদ হাসানের উপস্থাপনায় এতে সহকারি প্রক্টর ইঞ্জিনিয়ার অমিত চক্রবর্তী, ড. ফজলে এলাহী মামুন, জয়নব সরকার, আশ্রাফ উদ্দিন এবং সৈয়দা তামান্না আলম মনিশা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি