নগর ভবনে ফিরলেন ডিএসসিসি প্রশাসক
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৫, ৬:৩৯:৩৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: ৪৩ দিন পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে ফিরেছেন প্রশাসক মো. শাহজাহান মিয়া। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তিনি নগর ভবনে এলে কর্মকর্তা-কর্মচারীদের একাংশ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শাহজাহান মিয়া বলেন, “আমরা আর পেছনে তাকাতে চাই না, সামনে এগিয়ে যেতে চাই। অগ্রাধিকার ভিত্তিতে অনেকগুলো কাজ করবো, বিশেষ করে বাজেট প্রণয়নের কাজটি দ্রুত সম্পন্ন করা হবে।”
এ সময় বিএনপি নেতা ইশরাক হোসেনকে সমর্থনকারী জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের একাংশের সভাপতি আরিফ চৌধুরী ও বেলায়েত হোসেন বাবুও উপস্থিত ছিলেন এবং প্রশাসককে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে ঢাকাবাসীর আন্দোলন সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান কর্মকর্তা-কর্মচারীদের নগর ভবনে ফেরার আহ্বান জানিয়েছিলেন। সোমবার থেকে সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নগর ভবনে কাজ শুরু করলেও প্রশাসক এবং প্রকৌশল বিভাগের কর্মকর্তারা আসেননি। গত ১৪ মে ঢাকাবাসীর ব্যানারে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আন্দোলন শুরু হয়েছিল।