২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত ১৯
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৫, ৭:১১:৩৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। বুধবার ২৬ জন আক্রান্ত হয়েছিল, যা আগের দিনের তুলনায় কম। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪১২টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা পজিটিভ এসেছে, শনাক্তের হার ৪ দশমিক ৬১ শতাংশ। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৬৩ জনে এবং মৃত্যু সংখ্যা ২৯ হাজার ৫১৮ জনে অপরিবর্তিত রয়েছে। উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ এবং প্রথম মৃত্যু ঘটে ওই বছরের ১৮ মার্চ।