রথযাত্রা আজ
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২৫, ১২:৩৬:৩৩ অপরাহ্ন
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা আজ শুক্রবার (২৭ জুন) সিলেট ইসকন মন্দির থেকে বর্ণাঢ্য আয়োজনে শুরু হতে যাচ্ছে।
ইসকন সিলেট মন্দির সূত্রে জানা গেছে, বিকেল ৩টায় রথযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। রথযাত্রার নির্ধারিত রুট হচ্ছে ইসকন মন্দির, রিকাবীবাজার, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, তালতলা, মির্জাজাঙ্গাল, লামাবাজার হয়ে পুনরায় রিকাবীবাজার হয়ে মন্দিরে ফিরে আসবে।
উৎসব সফল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে ইসকন কর্তৃপক্ষ একাধিক মতবিনিময় সভা করেছে। ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা। থাকবে পর্যাপ্ত পুলিশ, ট্রাফিক ব্যবস্থাপনা ও স্বেচ্ছাসেবক বাহিনী।
ইসকন সিলেট মন্দিরের যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস জানান, ইসকন সিলেট মন্দির থেকে প্রতিবছরের মতো এবারও জগন্নাথদেবের রথযাত্রা আয়োজনে আমরা প্রস্তুত। তিনি জানান, সকাল ৮টায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে রথযাত্রা শুরু হবে, এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে দুপুর দেড়টায়। বিকেলে শুরু হবে রথের বর্ণাঢ্য শোভাযাত্রা। ৯ দিন পর পালিত হবে উল্টো রথযাত্রা। বিজ্ঞপ্তি