গোয়াইনঘাটে অটোবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৫, ৭:৪১:৪৮ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি:
গোয়াইনঘাট সালুটিকর সড়কে অদক্ষ শিশু চালকের অটোবাইকের ধাক্কায় নিহত হয়েছেন এক বৃদ্ধা। নিহত বৃদ্ধা খয়রুন (৭০) শনিরগ্রামের খলিলুর রহমানের স্ত্রী।
এলাকাবাসি সুত্রে জানা যায় বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় গোয়াইনঘাট সালুটিকর সড়কের শনির গ্রামের সামনে অটোবাইক পথচারী বৃদ্ধা খয়রুন বিবিকে ধাক্কা দিয়ে চলে যায়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অটোবাইক চালক নিজধর গ্রামের আব্দুল হান্নানের ছেলে শিমুল (১৪)। গোয়াইনঘাট অটোবাইক ম্যানেজার আবুল বলেন, ভোরে গাড়িটি শ্রমিক নিয়ে জাফলং গিয়েছিল। ফেরার পথে চালক তার ছোটভাই শিমুলকে ড্রাইভিংয়ে বসিয়ে দেয়। সে চালক নয়।
থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। অটো ও চালককে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কর্তব্যরত পুলিশ কর্মকর্তা।