এইচএসসির প্রথম দিনে সিলেট বোর্ডে অনুপস্থিত ৮২৪ পরীক্ষার্থী
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৫, ৯:৫৮:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সারাদেশের ন্যায় সিলেটেও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসির পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৮৮টি কেন্দ্রে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১ম দিনের এইচএসসি পরীক্ষা কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে।
এইচএসসির প্রথম দিন অর্থাৎ বাংলা ১ম পত্র পরীক্ষার দিনে কোন শিক্ষার্থী বহিস্কার না হলেও সিলেট বোর্ডে ৮২৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। এদিন সিলেটে মোট ৬২ হাজার ৮১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১ হাজার ৯৯৩ পরীক্ষার্থী অংশ নেন।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট বোর্ডের উপ পরিক্ষা নিয়ন্ত্রক মো. সাইফুল ইসলাম। সিলেট বোর্ডের অধীনে সকল কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং কোন পরীক্ষার্থী বা পরিক্ষক অসদুপায় অবলম্বনের কারণে বহিষ্কার হন নি বলেও জানিয়েছেন তিনি।
সিলেট শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, এইচএসসির ১ম দিনে সিলেট জেলায় ৩২৩ জন, হবিগঞ্জ জেলায় ১৪৩জন, মৌলভীবাজার জেলায় ১৫৩জন ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ২০২জন অনুপস্থিত ছিলেন।
করোনা ভাইরাস ও ডেঙ্গু রোগের সংক্রমণ হারের উর্ধ্বগতি বিবেচনায় বাংলাদেশ আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির নির্দেশনা অনুসারে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষক ও পরীক্ষার্থীসহ সংশ্লিষ্টরা স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষার আয়োজন করে বলে জানা গেছে। যা প্রত্যেক পরীক্ষার সময়ে কার্যকর থাকবে বলে বোর্ড সুত্রে জানা গেছে।