১০৩৭ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৫, ১০:০৬:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিপুল পরিমাণ ফেন্সিডিলের চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯। মঙ্গলবার (২৫ জুন) রাত ১১টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নে অভিযান চালিয়ে চালিয়ে ১ হাজার ৩৭ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে র্যাব।
আটককৃকের নাম মো. আবু মিয়া (৪৭)। সে সুনামগঞ্জ জেলার দিরাই থানার ভাটিদল গ্রামের মৃত সাদ আলীর পুত্র। বর্তমানে তিনি কোম্পানীগঞ্জ উপজেলার নতুন জীবনপুর (গাছঘর) এলাকায় বসবাস করছেন।
এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ। মাদক আইনের মামলায় গ্রেফতারকৃত আবু মিয়াকে কোম্পানীগঞ্জ থানায় হস্থান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
র্যাব সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল কোম্পানীগঞ্জ থানাধীন ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আমেরতল গ্রামে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ জন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের মধ্যে একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। বাকিরা কৌশলে পালিয়ে যায়। এরপর আটক ব্যক্তির দেয়া তথ্যমতে পলাতক রমজান মিয়ার বসতঘরের খাটের নিচ থেকে ৪টি প্লাস্টিকের বস্তায় রক্ষিত মোট ১ হাজার ৩৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।