আরো ৭৭ ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৫, ১০:০৭:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের জাফলংয়ে আরও ৭৭টি পাথর ভাঙার ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে দ্বিতীয় বারের মতো অভিযান চালায় সিলেটের জেলা প্রশাসন গঠিত টাস্কফোর্স।
অভিযানে ৭৭ টি পাথর ভাঙার ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়।
গোয়াইনঘাট উপজেলা ইউএনও রতন কুমার অধিকারী বলেন, অবৈধ স্থাপনা ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। কোনোভাবেই আইন অমান্যকারীদের ছাড় দেওয়া হবে না।
এর আগে, গত বুধবার অভিযান চালিয়ে ৬৭ টি ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়। এ পর্যন্ত দুই দিনের অভিযানে উপজেলায় মোট ১৪৪ টি ক্রাশার মিলের বিদুৎ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করা হয়েছে।
অভিযানে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন, বিদ্যুৎ বিভাগ জৈন্তাপুর আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলামসহ পুলিশ ও বিজিবির সদস্যরা সহায়তা করেন।