ইসলামী মোর্চা হবে শক্তিশালী, রোহানী পার্টনার জামায়াত : ডা. শফিকুর রহমান
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২৫, ১০:৪৫:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ইসলামী মোর্চা হবে শক্তিশালী, এটার রোহানী পার্টনার জামায়াত। ক্ষমতায় যাওয়াই এই মোর্চার মূল লক্ষ্য নয়। গতকাল শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় সিলেট নগরীর কুদরত উল্লাহ জামে মসিজদ কমপ্লেক্সে নূর ফাউন্ডেশন আয়োজিত অর্থসহ আমপারা মুখস্থ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা নতুন বাংলাদেশ পেলাম ৫ আগস্ট। আর দিবস হয় ৮ আগস্ট, সেটা কিভাবে হয়। দিবসের নাম কোনো বিষয় না, যে নামেই হোক ৫ আগস্টই দিবস হওয়া উচিত। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অনেক জায়গায় বিশৃঙ্খলা বিরাজ করছে। স্থানীয় সরকারের জনপ্রতিনিধি না থাকায় সেবায় বিঘ্নতা ঘটছে, মানুষের ভোগান্তি হচ্ছে। তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত।
নির্বাচন কমিশনের (ইসি) বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচন কমিশনের (ইসি) পারফরম্যান্সের উপর নির্ভর করবে জামায়াতের আস্থা আছে কি না। ইসি এখনও পারফরম্যান্স করে নাই, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করলে ইসির পারফরম্যান্স দেখা যাবে। তখন ইসির দক্ষতা ও বিচক্ষণতা যাচাই করা যাবে।
অতীতের নির্বাচন কমিশন আর বর্তমান নির্বাচন কমিশন এক নয় জানিয়ে আমীরে জামায়াত বলেন, এই নির্বাচন কমিশন গণঅভ্যুথানের ফসল । তারা যদি সততার সাথে দায়িত্ব পালন করতে পারে, তাহলে জাতি চিরকাল তাদের মনে রাখবে। তিনি বলেন, আর যদি এই ইসি সততার সাথে দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে তাদের অবস্থা হবে সাবেক সিইসির মতো। যদিও আমি এবং আমাদের দল মবকে সমর্থন করে না।
ডা. শফিকুর রহমান বলেন, এই নির্বাচন কমিশনের সামনে ইতিহাস গড়ার বিশাল সুযোগ। তারা যদি সততার সাথে ইনসাফের সাথে দায়িত্ব পালন করতে পারে, তাহলে জাতি স্মরণ রাখবে। আর ইসি যদি সততার সাথে দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে কেউ আওয়াজ তুলুক আর না তুলুক, আমি প্রথমে আওয়াজ তুলবো।