গোলাপগঞ্জ লক্ষীপাশা ইউনিয়নে কাহের শামীমের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৫, ১:৪১:২৮ অপরাহ্ন
ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এখন
থেকেই মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, দীর্ঘ দেড় যুগ মানুষের কোন ভোটাধিকার ছিল না। পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল। বিএনপি টানা দেড়টি যুগ ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে গেছে। যার চুড়ান্ত ফলাফল ছিল ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থান। বিগত সময়ে ফ্যাসিস্ট শক্তিকে হঠাতে যেভাবে মাঠে ছিলেন। ঠিক সেইভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে জাতীয়তাবাদী শক্তিকে মাঠে থাকতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এখন থেকেই মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।
তিনি শুক্রবার রাতে গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জনসাধারণের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। স্থানীয় নূরানিয়া সরকার প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সভায় ৯নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার বিপুলসংখ্যক জনতা উপস্থিত ছিলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেদ আহমদ শুয়াইয়ের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এনামুল হক আবুলের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এম. সিরাজুল ইসলাম, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল চৌধুরী, জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কয়েছ আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নিজামুল কাদির লিপন, জাবেদ আহমদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামিল আহমদ, সাধারণ সম্পাদক কৌছর মিয়া, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: জামিম আহমদ, সাবেক সভাপতি জিয়াউল ইসলাম জিতু, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান ও মদন মোহন কলেজ ছাত্রদলের সদস্য তাওহিদ আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি