সিলেটে স্কুলছাত্রী ধর্ষণ : ফুফা কারাগারে
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৫, ১:৫২:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর এয়ারপোর্ট থানাধীন এলাকায় ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফুফাকে আটক করেছে পুলিশ। গত বুধবার (২৫ জুন) বিকেল ৩টার দিকে স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষনের অভিযোগে আব্দুল হালিমকে গ্রেফতার করা হয় বলে বৃহস্পতিবার (২৬ জুন) জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম আব্দুল হালিম (৩৫)। তিনি এয়ারপোর্ট থানার দরগাবাড়ি রামপুর এলাকার ডা. আব্দুল হেকিমের ছেলে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর এয়ারপোর্ট থানার দরগাবাড়ী রামপুর এলাকার ডা. আব্দুল হেকিমের ছেলে নাম আব্দুল হালিম ভুক্তভোগীর ছোট বোনের জামাই। ভুক্তভোগীর পরিবারের সাথে আত্মীয়তার সম্পর্ক থাকায় হালিমের আসা-যাওয়া ছিল অবাধে। পরিবারের কেউ কখনও এইসব বিষয়ে কোনো সন্দেহ করেন নি। কিন্তু নানা কৌশল অবলম্বন করে আব্দুল হালিম এই সুযোগটি কাজে লাগিয়ে তার স্ত্রীর বড় ভাইয়ের স্কুল পড়ুয়া মেয়ের সাথে দীর্ঘদিন থেকে অবৈধ মেলামেশা শারীরিক সম্পর্ক করে আসছে। এই বিষয়টি পরিবারের কেউ জানতেন না। যখন স্কুল পড়ুয়া মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে তখন বিষয়টি পরিবারের নজরের আসলে মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন ঐ মেয়ে স্বীকার করে যে, তার ছোট ফুফুর জামাই আব্দুল হালিম তার সাথে খারাপ কাজ করেন। পরবর্তীতে এই ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে সিলেট এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন।
এসএমপির এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্ত্রীর আপন বড় ভাইয়ের মেয়েকে ধর্ষণের অভিযোগে হালিম নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে তোলা হলে আদালত আসামীকে জেলহাজতে প্রেরণ করেন। অন্যদিকে ভুক্তভোগী ওই মেয়ে এখনো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।