বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র গঠনে জামায়াত কাজ করছে : মাওলানা হাবিবুর রহমান
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৫, ২:১২:২০ অপরাহ্ন
সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন- এই দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য ইসলামপন্থী শক্তির বিজয় অপরিহার্য। ন্যায়ভিত্তিক ও দূর্নীতিমুক্ত একটি সমাজ গঠনে জামায়াতের প্রার্থীদের জয় নিশ্চিত করলে বাংলাদেশ হবে একটি আদর্শ রাষ্ট্র।
তিনি বলেন, বর্তমান সময় চ্যালেঞ্জ ও সম্ভাবনার যুগ। যারা ইসলামী আদর্শকে ধারণ করে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেন, তাদের এখন সংগঠিত হয়ে মাঠে নামতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই বিজয় সুনিশ্চিত করা সম্ভব।
তিনি বৃহস্পতিবার (২৬ জুন) সিলেট রাতে নগরীর সুবিদবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে সিলেট মহানগরীর বিমানবন্দর থানার ৭নং ওয়ার্ড জামায়াত আয়োজিত ঈদ পূণর্মিলনী ও জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাওলানা হাবিবুর রহমান আরো বলেন, যদি আমরা সত্যিকার অর্থে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই, তাহলে জামায়াতের আমীর ডা: শফিকুর রহমানের নেতৃত্বে এগিয়ে যেতে হবে। জামায়াতে ইসলামী দেশকে একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করতে বদ্ধপরিকর।
ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আনোয়ার হোসেন পাঠানের সভাপতিত্বে ও জামায়াত নেতা সৈয়দ বাহারুল ইসলাম রিপনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট-১ আসনের নির্বাচন কমিটির আহবায়ক ও জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফেজ আব্দুল হাই হারুন, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী ও হবিগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুহাম্মদ শাহজাহান আলী, মহানগরের সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, বিমানবন্দর থানা জামায়াতের আমীর শফিকুল আলম শফিক, সহকারী সেক্রেটারি রেজাউল ইসলাম, সিসিকের ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সায়ীদ মুহাম্মদ আব্দুল্লাহ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জামায়াত নেতা আতিকুর রহমান চৌধুরী ও সাইফুল করিম চৌধুরী হায়াত। বিজ্ঞপ্তি