মহানগর বিএনপির ৩৬ নং ওয়ার্ডের পাড়া কমিটি ঘোষণা
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৫, ৭:১৫:২২ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩৬ নং ওয়ার্ড (ফোকাস পশ্চিম পাড়া ও আরামবাগ) পাড়া কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৭ জুন শুক্রবার সন্ধায় বালুচর পয়েন্ট শেখ মনির উদ্দিন মার্কেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ৩৬ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কাজী মুহিবুর রহমান এর সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সহ-সভাপতি, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মঈনুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন জিয়া সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ গয়াস উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা এম এ রহিম, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, ৩৬ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ জমির উদ্দিন মেম্বার, ফয়জুর রহমান ফয়েজ । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এনামুল হক চৌধুরী শামীম, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন গেদু, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক বাবলু আহমদ, রিয়াজ আহমদ, হোসেন আহমদ, আব্দুল মালেক সুমন, সাগর মিয়া, শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুপা মিয়া, যুবদল নেতা কাছা মিয়া, সৈয়দ আজমল আলী, হাসান আহমদ রুমেল, আলী আকবর, আব্দুল আলিম, শেখ রহিম উদ্দিন, মোঃ গোলাম কিবরিয়া রাজু প্রমুখ।
সভা শেষে প্রধান অতিথি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী আরামবাগ কমিটির ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ও প্রধান বক্তা জিয়া সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ গয়াস উদ্দিন ফোকাস পশ্চিম পাড়া ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি