জকিগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৫, ৭:২০:২৩ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি ::
জকিগঞ্জের আমলশীদে গোবিন্দ পালের বাড়ীতে শুক্রবার গভীর রাতে ১০/১২ জনের ডাকাত দল হানা দিয়ে নগদ টাকা স্বর্ণালংকারসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরিবারের লোকজন জানান, শুক্রবার রাত প্রায় আড়াইটার সময় ৮ জন ডাকাত ঘরে প্রবেশ করে বাড়ীর লোকজনের হাত পা বেধে ফেলে। ডাকাতদল বসতঘরের জিনিসপত্র তছনছ করে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। ঘরের বাহিরেও ডাকাত দলের উপস্থিতিও টের পান বাড়ীর লোকজন। আমলশীদ মানব কল্যাণ সোসাইটি এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। মানব কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক সাদিক সিদ্দিকী বলেন, এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও আমলসীদ বাজারে লুটপাটের ঘটনা ঘটেছে। বারবার এমন ঘটনায় আমলশীদ গ্রামবাসীর মধ্যে আতংক বিরাজ করছে। এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, জকিগঞ্জ থানা পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম ও ডিবি পুলিশের উর্ধতন কর্র্মকতাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।