শাবির ময়মনসিংহ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে পবন-রাজু
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৫, ৭:৩০:১৭ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি ::
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত ময়মনসিংহ জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘ময়মনসিংহ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর ১৬ তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মাহাবুল ইসলাম পবন এবং সাধারণ সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাশিদুল ইসলাম রাজু মনোনীত হয়েছেন।
শনিবার (২৮ জুন) সংগঠনটির নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (২৭জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে অনুষ্ঠিত এক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আছেন ফাতিয়া চৌধুরী রাত্রী। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শামীম রানা ও আল-আমীন হোসেন। সহকারী সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন নাঈম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. জাহিদুল ইসলাম এবং সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন আজিজুল হাকিম, সানাওয়ুল হক ও মাহফুজ তালুকদার।
কোষাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন মারজানা সাদিয়া আফরিন। সহকারী কোষাধ্যক্ষ হলেন আশফাকুর রহমান এবং ডেপুটি কোষাধ্যক্ষ হিসেবে আছেন আবু আজিম। দপ্তর সম্পাদক হয়েছেন বৃষ্টি সরকার, সহকারী দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহফুজা জান্নাত মিম এবং ডেপুটি অফিস সহকারী হিসেবে আছেন আফসানা শিমু।
প্রকাশনা সম্পাদকের দায়িত্বে রয়েছেন মো. সাকারিয়া আলম। সহকারী প্রকাশনা সম্পাদক হিসেবে আছেন তালহা জুবায়ের, রবিন মিয়া এবং রিজুয়ানি সোচ্চা। তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উৎপল ঘোষ, উপ-তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক জুবায়ের আলম ও সহকারী তথ্যপ্রযুক্তি সম্পাদক হিসেবে আছেন মাহমুদ আল হাসান। ক্রীড়া সম্পাদকের দায়িত্বে রয়েছেন হাবিবুর রহমান হাবিব সহকারী ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উজ্জ্বল ও ইহসান খান। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ছন্দা এবং সহকারী সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মোস্তাকিম বিল্লাহ,কাজী সামিয়া রহমান ও লিমন মিয়া।
এছাড়া, এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আছেন, নিয়ন, শিউলি সুলতানা রুপা, জুবায়ের আহম্মেদ, নাফিউজ্জামান নাফি, নাবিহা তাহসিন, আতিকুর রহমান অভি,নাজরিন কানন, ফয়সাল আহম্মেদ, রাকিব হাসান, মাসুদা আক্তার, মেহেদি হাসান, বাধন, মিফতাহুল জান্নাত সাইমা, মাইমুনা তাসনিম, তানজিন সুলতানা মোহনা, শয়ন মাহমুদ, ইমরান হোসেন রানা, চঞ্চল হোসেন, শরিফ ও দেলোয়ার হোসেন।
সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা ও এফইটি বিভাগের অধ্যাপক ড. মোজ্জামেল হক এবং সাবেক প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।