বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ১০ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার দাবি
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৫, ৮:১৫:২০ অপরাহ্ন
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ১০ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট নেটওয়ার্ক, সিলেট’ এর মানববন্ধন গত শনিবার সিলেট চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুয়েব আহমদ সৌরভ এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, বুশরা সোহেল, আব্দুল্লাহ আল তাশদীদ, মাহমুদ রেজা সৌরভ, ফাইজা রাফি, মাহফুজ প্রমুখ।
উক্ত মানববন্ধনে, ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট নেটওয়ার্ক, সিলেট’ এর সংগঠকেরা স্পষ্টভাবে বলেন, ‘কর আরোপের রায় সরাসরি শিক্ষার অধিকার ও ছাত্রস্বার্থের সাংঘর্ষিক। এটি শিক্ষার বাণিজ্যিকীকরণকে আরো ত্বরান্বিত করবে।’
ছাত্র-জনতার বৈষম্যহীন বাংলাদেশের যে আকাক্সক্ষা এই রায় তার পরিপন্থী। এর মধ্য দিয়ে সরকার শিক্ষাকে পণ্য হিসাবে দেখানোর প্রক্রিয়া চূড়ান্ত করছে। আওয়ামী ফ্যাসিস্ট আমলের ছাত্রস্বার্থ বিরোধী একটি সিদ্ধান্তকে অভ্যুত্থান পরবর্তী সরকার বাস্তবায়ন করবে, ছাত্রসমাজ এটা কিছুতেই মেনে নেবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে, এসব প্রতিষ্ঠান অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে উচ্চ শিক্ষা বিস্তারের কথা বলে গড়ে তোলা হয়েছে। তাহলে সেখানে কর আরোপের সিদ্ধান্ত আসে কিভাবে? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপর এক টাকাও কর আরোপ করা যাবে না। অন্যথায়, ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট নেটওয়ার্ক, সিলেট’ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
গত ২২ জুন, অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজসহ তথ্যপ্রযুক্তি শিক্ষাদানে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর উপর আয়করের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করার কথা জানানো হয়। অথচ জুলাই অভ্যুত্থানের পর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর থেকে সকল কর প্রত্যাহার করা দরকার ছিল। সরকার এই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন ধরনের সংগঠনের সাথে কোন আলোচনা করে নি। ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট নেটওয়ার্ক, সিলেট’ এর সংগঠকেরা এই ধরনের অগণতান্ত্রিক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান। এই ধরনের সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান সংগঠকেরা।