করোনায় আরো ২ মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৫, ৮:৩৩:৫৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৭ জনের। ১৮১ জনের নমুনা পরীক্ষা করে এদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনায় এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের। আর দেশে সব মিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৮০ জন। এতে বলা হয়, দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক শূন্য ৮৭ শতাংশ।