রাষ্ট্রে ন্যায় ও ইনসাফ কায়েম হলে সবাই লাভবান হবে : হাফেজ আনওয়ার
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৫, ৯:৪৯:৪০ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান বলেছেন, সমাজ ও রাষ্ট্রে ন্যায় এবং ইনসাফ কায়েম হলে দল মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই লাভবান হবে। সেজন্য প্রকৃত অর্থে ইনসাফ কায়েম করতে হবে। আর জামায়াতে ইসলামী সে লক্ষ্যেই কুরআন- হাদিসের আলোকে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশের মানুষ সবকিছুতে অর্থবহ ও ইতিবাচক পরিবর্তন চায়। মানুষের চিন্তার এই ঐতিহাসিক পরিবর্তনকে ধারণ করে এগিয়ে যেতে হবে। গণ মানুষের এই আকাঙ্খা বাস্তবায়নে জামায়াত কর্মীদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান শনিবার (২৮ জুন) জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর একটি মিলনায়তনে আয়োজিত সদস্যপ্রার্থী শিক্ষা শিবিরে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা সহকারী সেক্রেটারী নজরুল ইসলাম ও মাওলানা মাশুক আহমদের যৌথ পরিচালনায় দিনব্যাপী অনুষ্ঠিত শিক্ষা শিবিরে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট অঞ্চল টীম সদস্য হাফেজ আব্দুল হাই হারুন, সিলেট মহানগরী নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, সিলেট জেলা সেক্রেটারী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হোসাইন, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল কুদ্দুস, হাকিম নাজিম উদ্দিন ও আব্দুল কাইয়ুম। বিজ্ঞপ্তি