এডভোকেট আব্দুল গাফফার স্মরণে সভা
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৫, ৭:৩১:৪৫ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে সিলেট বিএনপির হাল ধরেছিলেন এডভোকেট আব্দুল গাফফার। তিনি ছিলেন একজন আদর্শবান রাজনীতিবিদ। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন।
তিনি শুক্রবার সন্ধ্যায় তাঁর উদ্যোগে দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের রায়বান গ্রামে সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আব্দুল গফ্ফার স্মরণে আয়োজিত শোকসভায় এসব কথা বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল লতিফ খানের সভাপতিত্বে এবং সিলেট জেলা যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদুল করিম নুহেলের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সহ সভাপতি মাহবুব কাদির শাহি, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, কেন্দ্রীয় শ্রমিকদলের সদস্য নুরুল ইসলাম, জেলা বিএনপি নেতা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী সিফতা, শামসুল ইসলাম শামিম, আব্দুস সালাম, আবদুল জলিল বেলাল, সুরুজ আলী, যুবদল নেতা ফয়জুল হক মেম্বার, সেলিম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ। বিজ্ঞপ্তি