মাইক্রোবাস জীপ কার শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৫, ৭:২৭:৪২ অপরাহ্ন
সিলেট জেলা মাইক্রোবাস, জীপ, কার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর দক্ষিণ সুরমার বাইপাস রোডস্থ সাউথ সুরমা সিএনজি পাম্প সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা এম এ মালিক।
সিলেট জেলা মাইক্রোবাস, জীপ, কার সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নূর আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিন আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক ও দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহ আব্দুল মুকিত, জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রো পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো রুনু মিয়া, সিলেট জেলা শ্রমিকদলের সদস্য সচিব মোঃ নুরুল ইসলাম, আহবায়ক কমিটির প্রচার ও প্রকশনা দায়িত্বপ্রাপ্ত মইনুল ইসলাম অপু চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, ট্রাক পিকআপ কাভার্ডভ্যান কদমতলী শাখার সভাপতি কাওছার আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা মাইক্রোবাস, জীপ, কার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. মোহাম্মদ আব্দুল লতিফ তাপাদার, সহ সভাপতি মো. আলতাব হোসেন, আলী হোসেন শওকত, মো. শফিকুল ইসলাম, মো. জালাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুরমান আহমদ সুমন, সহকারী সাধারণ সম্পাদক কবির হোসেন, রুবেল আহমদ, মানিক হোসেন, শাহবু উদ্দিন, কোষাধ্যক্ষ মখসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. হৃদয় আহমদ সায়েদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ গুলজার হোসেন, প্রচার সম্পাদক গাজীম খান, সমাজকল্যাণ সম্পাদক মো. দুলু মিয়া, আইন বিষয়ক সম্পাদক মো. আব্দুল কালাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুব আলম, লাইন সম্পাদক মো. নানু মিয়া, নূরউদ্দিন আহমদ, কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল রউফ, মো. বকুল, মো. রুহুল আমিন, সুমন সরকার, শাহীন আহমদ, রুমেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি