পেশাজীবীদের সাথে ইমদাদ চৌধুরীর মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৫, ৭:২৮:৫০ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে এবং তাকে দেশত্যাগে বাধ্য করতে পেশাজীবী সমাজের পাশাপাশি শিক্ষকদের অবদান ছিলো অপরিসীম। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বহু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জুলাই-আগস্টের আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখেছেন।
শুক্রবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ পেশাজীবীদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সম্মিলিত পেশাজীবি পরিষদের সিলেটের সদস্য সচিব অধ্যাপক ডা. শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নিজাম উদ্দিন।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষকবৃন্দের মধ্যে প্রফেসর ড. মো. আশরাফ উদ্দিন, প্রফেসর ড. মোজাম্মেল হক, প্রফেসর ড. শাহ মোহাম্মদ আতিকুল হক, প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর ড. সাইফুল ইসলাম, প্রফেসর ড. পাবেল শাহরিয়ার, প্রফেসর ড. আফম জাকারিয়া, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষকবৃন্দের মধ্যে প্রফেসর ড. সিদ্দিকুল ইসলাম, প্রফেসর ড. এমদাদুল হক, প্রফেসর ড. আতাউর রহমান, প্রফেসর ড. মো. কাওছার হোসেন, প্রফেসর ড. জসীম উদ্দিন আহমেদ, প্রফেসর ড. মাসুদুর রহমান প্রফেসর ড. সামিউল আহসান তালুকদার, এ্যাব নেতৃবৃন্দের মধ্যে ডা. জামিল আহমেদ, কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাউদ্দিন, কৃষিবিদ মো. আলামিন, কৃষিবিদ আনোয়ার হোসেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস নেতৃবৃন্দের মধ্যে ইঞ্জিনিয়ার ফরিদ মিয়া ও ইঞ্জিনিয়ার মো. মেরাজুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি