সুনামগঞ্জ পৌরসভার ৬১ কোটির বাজেট
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৫, ৭:৩৭:২৩ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরে ৬১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলে পৌরসভা কার্যালয়ে এই বাজেট ঘোষণা করেন সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
ঘোষিত বাজেটে আগামী অর্থবছরে (২০২৫-২৬) রাজস্ব ও উন্নয়নসহ সর্বমোট আয় ধরা হয়েছে ৬২ কোটি ২ লাখ ১৭ হাজার ৩৯০ টাকা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ৫৬ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা। বাজেটে স্থিতি উল্লেখ করা হয়েছে ৫ কোটি ১৪ লাখ ৭১ হাজার টাকা।
সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, এই বাজেট সুনামগঞ্জ পৌরসভার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার পাশাপাশি নাগরিক সেবার মান উন্নয়নে সহায়ক হবে। আমরা সুষম বন্টন এবং স্বচ্ছতার সাথে এই বাজেট বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।
এ সময় সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল, সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস, হিসাবরক্ষণ কর্মকর্তা সঞ্জয় কুমার দাস, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ জে এম রেজাউল আলম বিন আনছার প্রমুখ উপস্থিত ছিলেন।