এইচএসসির ২য় পরীক্ষায় সিলেট বোর্ডে অনুপস্থিত ৮৯৫ জন
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৫, ৮:৫৩:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সারাদেশের মতো সিলেটেও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এইচএসসির ২য় দিনের পরীক্ষা। তবে এদিন বাংলা ২য় পত্র পরীক্ষায় সিলেট বোর্ডে ৮৯৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
রোববার (২৯ জুন) সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৮৮টি কেন্দ্রে ২য় দিনের পরীক্ষা সম্পন্ন হয়।
সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, বাংলা ২য় পত্রের পরীক্ষায় সিলেটে মোট ৬২ হাজার ৭৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১ হাজার ৮৮৩ পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে, সিলেট জেলায় ৩৩৯ জন, হবিগঞ্জ জেলায় ১৬২ জন, মৌলভীবাজার জেলায় ১৭২ জন ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ২২২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
সিলেট বোর্ডের উপ-পরিক্ষা নিয়ন্ত্রক মো: সাইফুল ইসলাম বলেন, এইচএসসির ২য় দিনে সিলেট বোর্ডের অধীনে সকল কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন কোনো পরীক্ষার্থী বা পরিক্ষক অসদুপায় অবলম্বনের কারণে বহিষ্কার হননি।
এদিকে করোনা ভাইরাস ও ডেঙ্গু রোগের সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনায় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনা অনুসারে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষক-পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায়। যা প্রত্যেক পরীক্ষার সময়ে কার্যকর থাকবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।