সিলেটে অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের বাছাই ২ জুলাই
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৫, ৮:৫৬:৫৬ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার : দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবল খেলোয়াড়দের খুঁজে বের করে ভবিষ্যৎ জাতীয় দলের জন্য প্রস্তুত করার লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর উদ্যোগে শুরু হচ্ছে ‘বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল লীগ ২০২৫’।
দেশের ৬৪টি জেলায় একযোগে এই লীগ শুরু হবে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে। এই কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) আগামী ২ জুলাই (বুধবার) প্রাথমিক পর্যায়ে সিলেট জেলার অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের খেলোয়াড় বাছাইয়ের আয়োজন করেছে। বাছাই কার্যক্রমটি সকাল ১০টায় সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে (মাছিমপুর, শাহজালাল উপশহর, সিলেট) অনুষ্ঠিত হবে।
সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। এতে সিলেট মহানগর ও জেলার অন্তর্গত সব উপজেলার অনূর্ধ্ব-১৭ বছর বয়সী আগ্রহী ফুটবল খেলোয়াড়রা অংশ নিতে পারবেন।
বাছাইয়ে অংশগ্রহণ করতে ইচ্ছুক খেলোয়াড়দের নির্ধারিত সময় অনুযায়ী মাঠে উপস্থিত থাকতে বলা হয়েছে এবং তাদের সঙ্গে নিচের কাগজপত্র ও সরঞ্জামাদি আনতে হবে : অনলাইন ভেরিফায়েড জন্মসনদ (জন্ম তারিখ ১ জানুয়ারি ২০০৯ থেকে ৩১ ডিসেম্বর ২০১১-এর মধ্যে হতে হবে)। সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি। খেলোয়াড়ের পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। খেলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম (বুট, জার্সি ইত্যাদি)।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ‘গোল্ডেন বয়’ খ্যাত সাহাজ উদ্দিন টিপুর তত্ত্বাবধানে এই বাছাই কার্যক্রম পরিচালিত হবে।
এদিকে, ‘ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ ফুটবল লীগ’-এ অংশগ্রহণকারী খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না বলে জানানো হয়েছে।